দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডোমকল হতে চলেছে ডোমকল স্টোডিয়াম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডোমকল হতে চলেছে ডোমকল স্টোডিয়াম

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ গোয়ালপোখর

মুর্শিদাবাদের ডোমকল মহকুমা বাসির জন্য খুশির খবর,এত দিন পর্যন্ত ডোমকল মহকুমায় কোনো স্টোডিয়াম ছিলনা,তাই মুর্শিদাবাদ জেলা পরিষদ এর ও মুখ্যমন্ত্রীর কাছে সেই মত পরিষদের আর্থিক সহযোগিতায় শুরু হতে চলেছে মহকুমায় প্রথম স্টেডিয়াম তৈরি হচ্ছে।স্টেডিয়াম তৈরি হলে স্টেডিয়াম মাঠে বিভিন্ন জেলা থেকে খেলা প্রেমীরা খেলতে আসতে পারবে পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এই মাঠে। বিধায়ক জাফিকুল ইসলাম বলেন মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন,আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা মানুষের উন্নয়নের কাজ করে চলেছে আর সেই উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা।মহকুমা বাসির দীর্ঘদিনের দাবি স্টেডিয়াম এর সেই দাবির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানালে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে খুব তারাতারি স্টেডিয়াম এর কাজ শুরু হবে ।সেই মত জেলা পরিষদের আর্থিক সহযোগিতা ২ কোটি,১৮ লক্ষ ৩৪ হাজারের বেশি টাকা ব্যয়ে তৈরি হবে স্টেডিয়াম। এই স্টেডিয়াম এর স্বপ্ন পূরণ হতেই খুশির হাওয়া বইছে ডোমকল মহকুমায়।এখন ডোমকল পশ্চিমবঙ্গের খেলার মানচিত্রে একটি ভালো স্থান দখল করে নিবে।

Leave a Reply

error: Content is protected !!