বিদ্যুতের পোল ও তার লাগাতে গিয়ে গুরুতর জখম হলেন চার শ্রমিক।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি ব্লকের ফাসিহারাতে।বিদ্যুতাহত পাঁচ শ্রমিককে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে অানা হয়।তাদের অবস্থা অাশঙ্কাজনক হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাদের রায়গন্জ মেডিকেল কলেজে স্থানান্তরন করান।স্থানীয় সূত্রে জানা গেছে,বুহস্পতিবার বৃষ্টির সাথে ছোড়ো হাওয়া হয় করনদীঘি ব্লকের কিছু এলাকাতে।তাতে দোমোহনা গ্রামপন্চায়েতের ফাসিহারাতে বিদ্যৎ সংযোগকারী পোল ও সংযোগকারী তার ছিড়ে রাজ্যসড়কে পড়ে।পাশাপাশি এলাকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।শুক্রবার বিদ্যুৎ বিভাগ সেই পোল ও তার সংযোগে হাত লাগায়।অভিযোগ,পোল ও তার সংযোগ করতে গিয়ে অাচমকাই বিদ্যুৎ শক খান শ্রমিকেরা।করনদীঘি গ্রামীন হাসপাতাল সূত্রে জানা গেছে,বিদ্যুতাহতদের নাম মানিক বর্মন,পবিত্র ভক্ত,সাজু বর্মন,অাকাশ বর্মন ও বিপুল বর্মন।গুরুতর অাহত এই পাঁচজনের বাড়ী ইটাহার থানার সোনাপুরের দক্ষিনাল গ্রামে।বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মীরা কিভাবে বিদ্যুতাহত হলেন,তার কারন জানা যায়নি।