মুর্শিদাবাদে কয়লা পাচার চক্রে জড়িত গ্রেপ্তার সাগরদীঘির ত্রাস সৃষ্টিকারী সেকসাদি রহমতুল্লাহ। সাগরদীঘি থানার পুলিশ গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করে সাগরদীঘি এলাকা থেকে। বিশেষ সূত্রে খবর এই সেকসাদি ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত সাগরদীঘির গরুরহাটে তোলা আদায় ও গরুপাচারের রুট নিয়ন্ত্রন করতো বলে জানা গিয়েছে ।গরু পাচার কাণ্ডে দু'বার CID র জেরার মুখেও পড়তে হয় এই সেকসাদি রহমতুল্লাহ কে। বর্তমানে কোটি কোটি টাকার মালিক এই সেকসাদি রহমতুল্লাহ। আজ দুপুরে ৭ দিনের পুলিসি হেফাজত চেয়ে জঙ্গীপুর মহকুমা আদালতে পাঠানো হয় তাকে। এলাকায় ত্রাস সৃষ্টিকারী এই দুষ্কৃতি গ্রেফতারের পর এলাকায় অনেকাংশে কমবে সমাজবিরোধী কার্যকলাপ বলে আশা করা হচ্ছে।