ডালখোলায় ব্যবসায়ীকে গুলি করে লুটপাট: তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার

ডালখোলায় ব্যবসায়ীকে গুলি করে লুটপাট: তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার

Reported By মোহাম্মদ জাকারিয়া

ডালখোলা থেকে করণদিঘি বিকৌর যাওয়ার পথে ধান ও ভুট্টা ক্রয়-বিক্রয়ের ব্যবসায়ী মনোজ আগরওয়াল নগদ ৬ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই দুষ্কৃতরা তার ওপর হামলা চালায় এবং গুলি করে। এই ঘটনা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি করে। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্ত তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল রঞ্জিত কুমার বাবলু, বয়স ২৪, বাড়ি ভবানীপুর, বিহার; তাপস সরকার, বয়স ২৪, জগদীশপুর এলাকার বাসিন্দা; এবং ফাইজাল আলম, বয়স ১৯, চাকুলিয়া থানার অধিবাসী। এই ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে। পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে যে, দুষ্কৃতদের কঠোর শাস্তি প্রদান করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থার উপর আরও কড়া নজরদারি রাখা হবে। মনোজ আগরওয়াল এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!