রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে দিনের পর দিন। এমনটাই ছবি দেখা মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাজিতপুর মধ্যপাড়া এলাকায়, আবেদন জানিয়ে পায়নি কোন সুরাহা, এমনিতেই দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, তার ওপর বৃষ্টির জলে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলো স্পষ্টভাবে দেখা যায় না, ফলে বাইক থেকে টোটো চালকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে চলাচলে, এমনকি মাঝেমধ্যে পাল্টি খেয়েছে টোটো, দাবি এলাকার মানুষের। বিশেষ করে মোটরসাইকেল ও সাইকেল চালকদের ক্ষেত্রে চলাচলে ঝুঁকি অনেক বেশি। অনেক সময় ছোট খাটো গর্তে জল জমে থাকা অবস্থায় দেখা যায় না, ফলে এগুলোতে পড়ে দুর্ঘটনা ঘটে। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপূজা, এবার আর মেরামত নয়, সরকারের কাছে তাদের দাবি সুন্দর একটি রাস্তার, আর এই দাবিতে তাদের বক্তব্য।