৮ ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার বহরমপুর প্রজেক্ট কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী বললেন দীর্ঘদিন ধরে বাম শাসনকালে বিরোধিতা করে কংগ্রেস রাজ্য জয় করেছে দাঁড়িয়ে ছিলেন, এই দীর্ঘদিনের রাজনৈতিক সময়ের হার-জিতের মধ্যে দিয়ে অতিক্রম হয়েছে সেজন্য স্বাভাবিকভাবেই প্রতিমুহূর্তে বামঘরানোর রাজনৈতিক বিরোধিতা করেই অধীর বাবুকে এগোতে হয়েছে। বিরোধিতা মানে প্রতিবাদ সংঘাত করেই এগোতে হয়েছে। একটা কথাই বলবেন রাজনৈতিক জীবনে বুদ্ধদেববাবু এমন একটি মানুষ যিনি সততা থেকে কোনদিন বিচ্যুত হননি সবসময় সততার পথ দিয়েই এগিয়ে গিয়েছে। এবং তিনি এমনই একটা ব্যক্তি তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক নেতা দুর্নীতি বা দুরব্যবহার করার চেষ্টা পর্যন্ত করতে পারেনি। তার ভাবনার সাথে কোন রাজনৈতিক নেতাদের মিল নেই তিনি সম্পূর্ণরূপেই আলাদা একজন ব্যক্তি সততার সাথে তার পুরোটা রাজনৈতিক জীবন ব্যথিত করেছেন তিনি।