বহরমপুর- চিকিৎসকদের কর্মবিরতির জেরে বেহাল স্বাস্থ্য পরিষেবা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চার ঘন্টা,স্টেচারে পড়ে থাকল রোগী। চিকিৎসার গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগে তোলপাড় মেডিক্যাল কলেজ। মৃতের নাম পিয়ারুল শেখ(৩৫)। বাড়ি বেলডাঙা থানার সুজাপুর। পরিবারের অভিযোগ চার ঘন্টা পরে ছিল। কোন চিকিৎসা হয়নি।চিকিৎসকদের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে। বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থেকে রোগীকে রেফার করা হয়েছে। ওপিডি বিভাগেই মৃতু হয়েছে পিয়ারুল শেখের। যদিও অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানান এখনো পরিবারের তরফ থেকে লিখিত কোন অভিযোগ জমা হয়নি।রোগীর চিকিৎসা করা হয়েছে বলে জানান (MSVP) অনাদী রায়চৌধুরী।
আরজি করের ঘটনায় রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসক সহ হাউস সার্জেন্ট,পিজিটি পড়ুয়ারা। চিকিৎসকদের কর্মবিরতির জেরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অচলাবস্থা তৈরি হয়েছে। ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা।