গ্রামবাসী দের উদ্যোগে নির্মিত হচ্ছে ৩০ মিটার ড্রেন। জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করার জন্য বারবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা ,, তাই দৌলতাবাদ থানার কেওয়াতলা গ্ৰামের প্রায় ২০০টি পরিবারের একমাত্র রাস্তার পাশ দিয়ে জল নিষ্কাশন ব্যবস্থা গ্ৰহণ করল গ্ৰামবাসিরাই ,,। গ্ৰামবাসী ও ওই গ্ৰামের মেম্বার জানান বিরোধী মেম্বার হওয়ার কারণে কোনো কাজ দেওয়া হয়না । অন্যদিকে গুরুদাসপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান স্বপ্না খাতুন জানান, বিরোধী মেম্বার যা কিছু বলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ওই রুপ কোনো স্কীম জমা করেননি । বাৎসরিক যে টেন্ডার হয়, আমরা সেই মতো কাজ করি । যদি এটি টেন্ডারের আওতায় থাকতো অবশ্যই কাজ হতো । বিরোধী বলে নয়, আমরা সকলকে নিয়েই এগোতে চাই ,, আগেও ওই এলাকায় কাজ হয়েছে ।তবে মেম্বারের অভিযোগ ভিত্তিহীন। আমার কাছে লিখিত ভাবে জানালে নিয়মানুযায়ী অবশ্যই কাজ করা হবে।