ডাক্তারি পড়ুয়া ছাত্রী খুনে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাত জাগছে বহরমপুরের মহিলারা। বুধবার রাত্রি এগারোটা থেকে বহরমপুর রাজপথে দখল নিল অগণিত মহিলা ও পুরুষ ৮ থেকে ৮০ সকলেই। প্রত্যেকের মুখে একটাই দাবি অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির বিধান করুক প্রশাসন। বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় এলাকায় জমায়েত হয় হাজার হাজার পুরুষ ও মহিলা। বহরমপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে মশাল হাতে এগিয়ে আসে মহিলাদের মিছিল। প্রত্যেকের সমবেত হয়ে একটাই দাবি ধর্ষকের শাস্তি চাই।