কোলকাতা (১৪ অগস্ট '২৪)
আর জি কর ধর্ষন কান্ডে আসল অপরাধীদের সনাক্তকরণ ও উপযুক্ত শাস্তির দাবি চলছে রাজ্য ছাড়িয়ে সারা দেশ জুড়ে।সেই আবহেই মেয়েদের নিরাপত্তার দাবিতে কলকাতা সহ রাজ্যের সব শহরে,মফস্বলে। ১৪ই আগস্টের মধ্যরাতে মেয়েরা পথে নামলো রাত দখলের অভিযানে ।এই অভিনব আন্দোলন ছিল স্বতস্ফূর্ত।দলীয় রাজনীতি, রঙ সবকিছুর ঊর্ধ্বে উঠে আট থেকে আশির মহিলারাই নন বরং পুরুষরাও নেমেছিলেন রাস্তায়।তাদের মুখে একটাই স্লোগান ছিল "উই ওয়ান্ট জাস্টিস"।
এই স্বতস্ফূর্ত আন্দোলনকে ভেস্তে দেবার নোংরা ষড়যন্ত্রও চলেছে সমানভাবেই। দমদম মেট্রো স্টেশন চাতাল যখন জনারণ্যে ভেসে যাচ্ছে সেই সময় কিছু পুরুষ এবং দুচারজন মহিলাও বিভ্রান্তিকর কথা বলে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন।যদিও সেই ষড়যন্ত্রকে বানচাল করে দিয়ে মানুষ তাদের দাবিতে সোচ্চার ছিল উত্তর থেকে দক্ষিণে,পূর্ব থেকে পশ্চিমে।