গতকাল রাতে আর জি কর হাসপাতালে দুষ্কৃতি তান্ডবের মাধ্যমে প্রমাণ লোপাটের চেষ্টা চালানো হয়েছে। মূলত এই ঘটনার প্রতিবাদ জানাতে ও ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে ১২ ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে SUCI দলের পক্ষ থেকে। সেই মোতাবেক আজ সকালে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় ধর্মঘটের সমর্থনে একটি প্রতিবাদ মিছিল করা হয় SUCI দলের পক্ষ থেকে। সব মিলিয়ে বলা যেতে পারে- SUCI দলের ডাকা এই ১২ ঘন্টা বনধের মিশ্র প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বহরমপুর শহরে।