১৫ অগাষ্ট: ‘দল নাট্যগোষ্ঠী’-এর স্বাধীনতা দিবস উদযাপন

১৫ অগাষ্ট: ‘দল নাট্যগোষ্ঠী’-এর স্বাধীনতা দিবস উদযাপন

Reported By news Desk

প্রতি বছরের ন্যায় এই বছরও ‘দল’-এর আয়োজনে ভারত সরকারের “হর ঘর তিরঙ্গা” শ্লোগানকে সাথী করে সাড়ম্বরে উদযাপিত হলো দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস। এই দিনের আনুষ্ঠানিক আয়োজনে ‘দল’-এর বড় ও ছোট সদস্যদের সম্মিলনে এবং অনেক সুধীজনের উপস্থিতিতে ‘স্বাধীনতা দিবস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং তৎপরবর্তী শিশুদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরবর্তী সময়ে শান্তিনিকেতনের “উত্তরণ সংস্থা” এবং “দিগন্তপল্লী মাতৃ সংঘ”-এর তত্ত্বাবধানে বৃক্ষরোপনের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

error: Content is protected !!