গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা ২ নং পঞ্চায়েত সমিতির ঝামটিয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সাঁউড়িয়া গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হয় স্বাধীনতার ৭৮তম দিবসের উদযাপন। এই বিশেষ উপলক্ষে আমতা জনপ্রিয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নজরুল শিশু শিক্ষা কেন্দ্রে এক অনন্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল স্বাধীনতা সংগ্রামীদের ওপর আলোচনা, পাঠ্য সরঞ্জাম বিতরণ এবং বৃক্ষ রোপন কর্মসূচি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা সামন্ত উপস্থিত সকলকে স্বাধীনতা সংগ্রামীদের জীবনবৃত্তান্ত ও আন্দোলনের ইতিহাস সম্পর্কে অবহিত করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত সকলের হৃদয়ে একটি গভীর ছাপ রেখে যায়।
এছাড়া, স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেন প্রধান শিক্ষিকা শিপ্রা সামন্ত। অনুষ্ঠানে আমতা জনপ্রিয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা ছাত্র-ছাত্রীদের পাঠ্য সরঞ্জাম প্রদান করেন এবং মিষ্টি মুখ করান, যা শিশুদের মনে আনন্দের সৃষ্টি করে।
অবশেষে, এলাকাবাসী এই মহতী উদ্যোগকে প্রশংসা জানান এবং আশা প্রকাশ করেন যে, এমন কর্মসূচি ভবিষ্যতেও চলতে থাকবে, যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে।