রাখী বন্ধন ও পুরস্কার বিতরণী উৎসব

রাখী বন্ধন ও পুরস্কার বিতরণী উৎসব

Reported By:- অভিজিৎ হাজরা, হাওড়া

হাওড়া জেলার সাঁকরাইল থানার রাজগঞ্জ হাট এলাকার মাসিক পত্রিকা ' মনিকর্ণী আখ্যান ' এর আয়োজনে ৭৮ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা।১২০ তম রাখী বন্ধন উৎসবে সমস্ত প্রতিযোগী, এলাকার কচিকাঁচা শিশুরা একে অপরের হাতে রাখী বেঁধে ভাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শপথ নেন আজীবন তারা সমস্ত পরিস্থিতিতে একে অপরের পাশে সুখ - দুঃখে থাকবে এই দিনে ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপনের দিন অনুষ্ঠিত হোয়া বসে আঁকো প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে ' মনিকর্ণী আখ্যান ' পত্রিকার সম্পাদক জুলাই দাস মুখার্জী বলেন, " এই পত্রিকার উদ্যোগে সারা বৎসর পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় নানান সমাজসেবামূলক কাজ,গ্ৰামীণ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তা পালন করা, শিক্ষার উন্নয়ন ও প্রসারে উদ্বুদ্ধ করণ,পথ শিশুদের শিক্ষা প্রদান সহ তাদের পুষ্টিকর খাদ্য বিতরণ ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে। ছোট বেলা থেকে শিশুদের মানবিক মূল্যবোধ তৈরি, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়ে থাকে।

Leave a Reply

error: Content is protected !!