গড়াইমারী অঞ্চলের সাহাদিয়াড় মোল্লা মহল্লাপাড়ায় সম্প্রতি হওয়া বৃষ্টিতে পিচ রাস্তা একেবারে পানিতে ডুবে গেছে। স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা হাঁটু জলে ডুব দিয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় বাড়ছে নিরাপত্তাহীনতা, বিশেষ করে বাইক আরোহী ও টোটো চালকদের মধ্যে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাঁরা বারবার জনপ্রতিনিধি এবং প্রশাসনকে জানালেও সমস্যার সমাধানে এখনও পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকার মানুষজনের দাবি, অন্তত কিছু পোড়া ইট দিয়ে যদি রাস্তার কিছু অংশ সংস্কার করা সম্ভব হয়, তাহলে চলাফেরা করার জন্য অনেকটা সহজ হবে।
স্থানীয় একজন বাসিন্দা জানান, "প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। কখনো টোটো উল্টে যাচ্ছে, আবার কখনো বাইক আরোহীরা পড়ে যাচ্ছে। আমাদের জীবন নিয়ে আমরা উদ্বিগ্ন।"
অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীরা আশা করেন যে তাঁদের দাবির প্রতি যত্মশীল হবে কর্তৃপক্ষ এবং দ্রুত ব্যবস্থা নেবে। বর্ষার সময় আরো দুর্ঘটনা এড়াতে হলে এখনই পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।