শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বাহালনগর গ্রামে এক ভয়াবহ ঘটনার সাক্ষী হলো স্থানীয়রা। জামাই রমজান শেখ শ্বশুরবাড়ির সদস্যদের গায়ে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন কুবরা বিবি (৬২), তাহিরা বিবি (২৮), তৌফিক শেখ (৪) এবং রমজান শেখ (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান কিছু বছর আগে কোহিনুর বিবির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তার অত্যাচার সহ্য করতে না পেরে কোহিনুর আত্মহত্যা করেছিলেন। এরপর থেকে রমজান তাহিরা বিবিকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন, যিনি বর্তমানে তার স্বামী তামিজুদ্দিন শেখের সাথে কেরলে রয়েছেন।
গত শুক্রবার রাতে, যখন রমজান তাহিরাকে বিয়ের দাবিতে অশান্তি সৃষ্টি করছিলেন, তখন তিনি আকস্মিকভাবে শ্বশুরবাড়ির লোকদের ওপর দাহ্য পদার্থ ছুঁড়ে দেন। এসময় আগুন লাগার পর বিস্ফোরণের আওয়াজ শুনে প্রতিবেশীরা তাদের বাঁচাতে এলেও বেশ কয়েকজন আহত হয়ে পড়েন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন মর্জিম শেখ (৭০), ওলিউল শেখ (১৮), কিরণ শেখ (২৭) এবং নূর মহম্মদ (৮)। হাসপাতালে ভর্তি থাকা তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা পুনরায় ঘটছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসীরা।
এখন দেখার বিষয় হচ্ছে, প্রশাসন কীভাবে এই বর্বর ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায়।