সুদীর্ঘ কাল ধরে শান্তিনিকেতন সবুজ বনায়নের একটি অন্যতম স্থান হিসেবে প্রসিদ্ধ। গুরুদেব পূর্ববর্তী সময়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদধন্য শরঝোপবেষ্টিত রাঁঢ় অঞ্চলের কাঁকুড়ে লাল মাটির এই বিস্তীর্ণ ভূমিতে বৃহৎবৃক্ষের (ফুল, ফল, ভেষজ ও অন্যান্য) এই বিপুল আয়োজন যেন আজ এক রূপকথা।
বিশ্বায়নের এই মহা দুর্যোগকালে সবুজায়ন নিয়ে বিশ্বজুড়ে যখন নানামূখী তোড়জোড় চলছে তখন শান্তিনিকেতনের এই সবুজ ছায়াতলের আশ্রয়ে বসে থেকে আমাদের মনে হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে সবুজায়নের পাশাপাশি এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ‘বনায়নের’।