Reported By Mahatab Chowdhury
উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটে বিশাল ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশতম গণেশ পুজো। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার উপস্থিত ছিলেন, যিনি বলেন, "সমাজের সব শ্রেণীর মানুষের ভিতরের অশুভ শক্তির বিনাশ ঘটাতে হবে। সেই জায়গায় শুভ শক্তি এসে যদি সমাজের ভাঙন পূরণ করে, তাহলে আগামী প্রজন্মের জন্য একটা সুশীল সমাজ আমরা রেখে যেতে পারবো।"
সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা প্রিয়াঙ্ক পান্ডে জানান, "সিদ্ধিদাতা গণেশের পুজোর মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষের পাশে থাকার চেষ্টা করি।" অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা, ভূতনাথ মন্দিরের প্রধান পুরোহিত গণেশ ঠাকুর, এবং কলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি পিয়াল চৌধুরী।
এই উদ্যোগ শুধু ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক সংহতি ও শান্তির বার্তাও বয়ে আনে। বক্তারা উল্লেখ করেন যে, সাধারণ মানুষকে একত্রিত করতে এবং সামাজিক উন্নয়নে সহায়তা করতে এই ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব তাদের কার্যক্রমের মাধ্যমে এই অঞ্চলের মানুষের উন্নয়ন অব্যাহত রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন।