Skip to content
ছোটোগাড়ীর ধাক্কায় গুরুতর জখম স্বামী-স্ত্রী, রায়গঞ্জ হাসপাতালের চিকিৎসাধীন

ছোটোগাড়ীর ধাক্কায় গুরুতর জখম স্বামী-স্ত্রী, রায়গঞ্জ হাসপাতালের চিকিৎসাধীন

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ রায়গঞ্জঃ

করনদীঘি থানার পান্ডেপুর জাতীয় সড়কে সোমবার দুপুরে ঘটে যাওয়া দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক মহিলা গুরুতর জখম হয়েছেন। জানা গেছে, কমলাহার গ্রামের বাসিন্দা স্বামী-স্ত্রী মানকি মুর্মু ও তালা হেমরম ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছিলেন। ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় একটি ছোটোগাড়ী তাদের পিছন থেকে দ্রুতগতিতে ধাক্কা মারে, যার ফলে তারা ছিটকে অনেক দূরে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাদের আঘাত এতটাই গুরুতর ছিল যে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক মনে করে রায়গন্জ মেডিকেল কলেজে রেফার করেন। এলাকাবাসীরা জানিয়েছেন, ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে ঘটনাস্থলেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। করনদীঘি থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দুর্ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!