ডোমকলের ভাতশালা এলাকায় গত সোমবার পুলিশের একটি অভিযান সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায় এবং সেখানে একটি টোটো তল্লাশি করে ২১ কেজি গাজার বস্তা উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় নবীউল মালিথাকে, যিনি সাহাদিয়াড় এলাকার বাসিন্দা।
জানা গেছে, নবীউল উত্তরবঙ্গ থেকে বাসে করে ডোমকল বাসস্ট্যান্ডে আসেন এবং পরে টোটো ভাড়া করে গাজার বস্তাটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং সন্দেহ হলেই টোটোটি থামিয়ে তল্লাশি চালায়।
এখন প্রশ্ন উঠছে, নবীউল কেন এত বিপুল পরিমাণে গাঁজা নিয়ে আসছিলেন এবং তার সঙ্গে আরও কারা জড়িত ছিল? এই বিষয়ে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। আজ মঙ্গলবার তাকে পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং যত দ্রুত সম্ভব সব তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে।