Skip to content
পুলিশি অভিযানে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পুলিশি অভিযানে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Reported BY:- Masud Rana

মুর্শিদাবাদের ডোমকলে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। ধৃতের নাম মিজানুর রহমান, যিনি ডোমকলের মোহনপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমানকে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ডোমকলের যুগিন্দা এলাকা থেকে আটক করা হয়। তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং দু’টি রাউন্ড গুলি। উল্লেখযোগ্য হলো, এর আগে তার বিরুদ্ধে আরও একবার অস্ত্রসহ গ্রেফতার হওয়ার তথ্য রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে বুধবার তাকে জেলা আদালতে হাজির করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসন্ন অধিক তদন্তের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই ধরনের অভিযানের মাধ্যমে পুলিশ সমাজে বেআইনি অস্ত্র ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!