Skip to content
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূজা কমিটিতে চেক বিতরণ

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূজা কমিটিতে চেক বিতরণ

Reported By:- Masud Rana

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আজ বুধবার মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে ডোমকল থানার অন্তর্গত অনুমোদিত পূজা কমিটিদের হাতে চেক বিতরণ করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন, ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিক শুভম বাজাজ আইপিএস, ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বিশ্বাস, ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদার, জেলা পরিষদের সদস্য তজিমুদ্দিন খান ও হাজিকুল ইসলাম। এই চেক বিতরণ কার্যক্রমের মাধ্যমে রাজ্য সরকার ধর্মীয় উৎসবের জন্য স্থানীয় কমিটিগুলিকে অর্থনৈতিক সমর্থন প্রদান করছে, যা বিশেষত দুর্গাপূজার মতো বড় ধর্মীয় উৎসবের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌমিক হোসেন বলেন, “সরকারের এই উদ্যোগ ধর্মীয় সঙ্ঘের মধ্যে ঐক্য বৃদ্ধি করবে।” ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "আমরা এই ধরনের উদ্যোগকে সমর্থন করি। এটি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং একত্রিত হয়ে উৎসব উদযাপনে আমাদের দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।" এভাবে, মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন এবং স্থানীয় সরকার একযোগে ধর্মীয় উৎসবগুলিকে সফলভাবে উদযাপন করার জন্য কাজ করছে।

Leave a Reply

error: Content is protected !!