Skip to content
করণদিঘী ব্লকে শ্রমিকদের ১১ দফা দাবি: সমস্যাগুলো আলোচনায়

করণদিঘী ব্লকে শ্রমিকদের ১১ দফা দাবি: সমস্যাগুলো আলোচনায়

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

করণদিঘী ব্লকের বিড়ি শ্রমিক, নির্মাণ শ্রমিক ও রিভ-ড্রিলিং বাহিনীর সমস্যাগুলো নিয়ে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (CITU) এর পক্ষ থেকে ১১ দফা দাবি জানিয়ে সোমবার বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। শ্রমিকদের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয় এবং তারা প্রধানত বিড়ি শ্রমিকদের হাজিরা ভাতা বাড়িয়ে ২৬০ টাকা করার দাবী জানান। শ্রমিকদের অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রভিডেন্ট ফান্ড (PF) চালু করা এবং প্রত্যেক শ্রমিককে পরিচয়পত্র প্রদান করা। শ্রমিকদের স্বাস্থ্যসেবার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে, তারা করণদিঘীর দোমোহনায় দীর্ঘদিন বন্ধ থাকা চিকিৎসা কেন্দ্র পুনরায় চালু করার আহ্বান জানান।

CITU জেলা সম্পাদক এজাবুল আনোয়ার এ বিষয়ে বলেন, "শ্রমিকদের অধিকার রক্ষা করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সরকারকে আমাদের দাবিসমূহ মানতেই হবে, অন্যথায় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।" এদিকে, শ্রমিকদের এই উদ্যোগ স্থানীয় রাজনৈতিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেছে এবং তারা আশা করছেন সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

error: Content is protected !!