বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি এলাকায় শুক্রবার সকালে এক বৃদ্ধাকে গুরুতরভাবে আহত করার ঘটনায় নেশাগ্রস্ত যুবকদ্বয়কে জনতার হাতে প্রহৃত হতে হলো। স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা ছায়া সাহা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখনই ওই যুবকরা তাদের মোটরবাইক দিয়ে তাকে ধাক্কা মারেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই যুবক নিয়মিত হেরোইন সেবনের অভ্যাস রাখেন এবং ঘটনার সময়ও তারা নেশাগ্রস্ত ছিলেন। ঘটনার পরেই জনতা রেগে গিয়ে যুবকদের গণধোলাই দেয়, যা স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
এলাকার বাসিন্দা দোলা দাস বলেন, "এলাকায় মদ্যপ ও হেরোইনখোরদের সংখ্যা বাড়ছে। ফলে প্রতিদিনই কোনো না কোনো মোটরবাইক দুর্ঘটনা ঘটছে। পুলিশ ও প্রশাসন সব দেখেও চুপ।"
পুলিশ দ্রুত এসে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়, তবে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তার অভাব এবং প্রশাসনের উদাসীনতা বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, নেশাগ্রস্ত চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।