Skip to content
মৎস্যজীবীদের প্রতিবাদ: সাগরপাড়ায় পথ অবরোধ

মৎস্যজীবীদের প্রতিবাদ: সাগরপাড়ায় পথ অবরোধ

Reported BY:- Masud Rana

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সামনে মঙ্গলবার সকালে মৎস্যজীবীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। সীমান্তবর্তী এলাকার মৎস্যজীবীরা জানান, বিএসএফের কারণে গত তিনদিন ধরে তাদের নদীতে মাছ ধরতে নামতে দেওয়া হচ্ছে না, যা তাদের জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল ছয়ে শুরু হওয়া এই অবরোধ চলেছিল সকাল সাড়ে নটা পর্যন্ত। মৎস্যজীবীরা অভিযোগ করেন, "আমরা মাছ ধরেই জীবিকা নির্বাহ করি। আমাদের কী হবে?" সিংপাড়া কলোনী এবং চকচৈতন এলাকা থেকে আগত মৎস্যজীবীরা একটি প্রবল সংকটের মুখোমুখি হয়েছেন, বিশেষ করে পুজোর আগে যখন তাদের আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্ষোভের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। মৎস্যজীবীরা প্রশাসনের কাছে অবিলম্বে নদীতে মাছ ধরতে অনুমতি দেওয়ার দাবি জানান এবং বলেন, "যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।" অবশেষে সকাল সাড়ে নটায় প্রশাসনের কাছ থেকে মৌখিক আশ্বাস পাওয়ার পর মৎস্যজীবীরা তাদের অবরোধ তুলে নেন। তবে, এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Reply

error: Content is protected !!