Skip to content
দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ

দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ

Reported By- News Desk

কলকাতা প্রেসক্লাবে ৩০ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রকাশিত হলো 'দশরূপে দশভূজা' ট্রেইলার। বিধায়ক মদন মিত্রের সম্মানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি কুনাল সাহা, নিতু সাহা এবং অন্যান্য শিল্পীরা। ৪৬ মিনিটের এই সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানটি পরিচালনা করেছেন রাকেশ পান্ডে, যেখানে প্রযোজনার দায়িত্ব পালন করেছেন শান্তনু মন্ডল ও সুজিত সেন। নৃত্য পরিচালনায় পায়েল রায় এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন সাহেব চক্রবর্তী।

এই অনুষ্ঠানে দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন রূপসা চৌধুরী এবং অসুরের চরিত্রে আছেন ঝন্টু দে। অনুষ্ঠানটি আগামী ২ অক্টোবর মহালয়ার পবিত্র তিথিতে সকাল ৮ টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে। 'দশরূপে দশভূজা' শুধু একটি শিল্পকর্ম নয়, বরং এটি বাংলা সংস্কৃতির একটি উজ্জ্বল উদাহরণ, যা দর্শক ও শ্রোতাদের মধ্যে এক নতুন উদ্যম এবং আবেগ উদ্রেক করবে।

Leave a Reply

error: Content is protected !!