Skip to content
অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ: মদ্যপ অবস্থায় সিডিপিওর নিগ্রহের অভিযোগ

অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ: মদ্যপ অবস্থায় সিডিপিওর নিগ্রহের অভিযোগ

Reported By:- Masud Rana

মুর্শিদাবাদ জেলার রানীনগর-১ ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি বৃহৎ দল গতকাল CDPO অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে। অভিযোগ উঠেছে যে, ব্লকের সিডিপিও স্বরবানু তালুকদার মদ্যপ অবস্থায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আসেন এবং কচিকাঁচাদের সামনেই ধূমপান করেন। বিক্ষোভকারীরা জানান, সিডিপিওর দুর্নীতির কার্যকলাপের কারণে তাদের কেন্দ্রগুলোতে চাল ও ডাল চুরির মতো অভিযোগও রয়েছে। তারা মাসের পর মাস বিল আটকে রাখার অভিযোগ করছেন। বিক্ষোভ চলাকালীন, আন্দোলনকারীরা দাবি করেন যে, স্বরবানু তালুকদার তাদের প্রতি অশালীন আচরণ করেছেন। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান, তবে তার এই বক্তব্য আন্দোলনকারীদের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি করেছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভের ফলে ইসলামপুর থানার এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা এই ঘটনা নিয়ে বিস্তৃত আলোচনা শুরু করেছেন এবং সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের পদ্ধতিতে পরিবর্তনের দাবি তুলেছেন।

Leave a Reply

error: Content is protected !!