“মায়ের আঁচল” কবিতা সংকলন প্রকাশ: সাহিত্যিকদের সম্মিলন

“মায়ের আঁচল” কবিতা সংকলন প্রকাশ: সাহিত্যিকদের সম্মিলন

Reported By অভিজিৎ হাজরা

গত শনিবার কলকাতার শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো 'মঙ্গল দীপ সাহিত্য' পত্রিকার বার্ষিক সাহিত্য সম্মেলন। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সূচনা হলো শারদীয়া সংখ্যা "মায়ের আঁচল" কবিতা সংকলনের, যা সম্পাদনা করেছেন সুরজিৎ কোলে এবং কুন্তল অধিকারী।

সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী বিশ্বাদ‍্যানন্দ মহারাজ। এছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম চন্দ্র, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সমাজসেবী অনির্বাণ সামন্ত, ও অন্যান্য গুণীজনরা ছিলেন অনুষ্ঠানে।

এই অনুষ্ঠানে ডঃ সহদেব দোলুইয়ের লেখা "দর্পণ" কাব্যগ্রন্থ ও "গল্পের সাতকাহন" গল্পগ্রন্থ প্রকাশিত হয়। কবিতা পাঠের মাধ্যমে প্রায় ৩০ জন কবি তাদের সৃষ্টি তুলে ধরেন। অসমিয়া ভাষায় কবিতা পাঠ করেন স্বপ্না কলিতা ও স্মিতা কলিতা, যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এবং দেওয়াল পত্রিকা "প্রয়াস" এর উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন ভাওয়াই-আ শিল্পী পীযূষ রায় এবং অন্যান্য শিল্পীরা। ছোট্ট পূর্বাশা যোগা প্রদর্শন করে অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

এই আয়োজনের অংশ হিসেবে দুঃস্থ ও গরীব মানুষদের জন্য বস্ত্র ও অন্নদান করা হয়েছে, যা অনুষ্ঠানের একটি বিশেষ দিক। হাওড়া জেলা শিক্ষক গৌরব সম্মান ও নন্দলাল বসু সম্মান প্রদান করা হয় গুণীজনদের।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুসুমরত্ন উপাধিপ্রাপ্ত কবি শ্রী সুজন ও সহ সম্পাদক ডঃ অর্ণব দত্ত। এই সাহিত্য সম্মেলন সংস্কৃতি ও সাহিত্যের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

error: Content is protected !!