News Dask
দক্ষিণ পূর্ব কলকাতার টেগোর পার্কের সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশন এবারে তাদের রজত জয়ন্তী বর্ষের দুর্গা পুজো উদযাপনে 'সহজ পাঠ' থিম ঘোষণা করেছে। এই থিমের মাধ্যমে, ক্লাবের সভাপতি স্বপন পায়রা জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত 'সহজ পাঠ' বইয়ের লেখা ও আঁকা মণ্ডপ জুড়ে থাকবে।
ক্লাবের সম্পাদক ড. পি কে রায় চৌধুরী জানান, প্রযুক্তির যুগে ছোটবেলার স্লেট ও পেন্সিলের গুরুত্ব হারিয়ে গেছে। তাই, মণ্ডপে তৈরি করা হবে বড় বড় কাঠ পেন্সিল, যা শিশুদের পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনবে। শিল্পী সঞ্জয় ঘোষের নেতৃত্বে, মণ্ডপে স্লেটের ওপর লেখা ও আঁকার আদলে বিশাল স্লেট তৈরি করা হয়েছে।
এছাড়াও, মাতৃভাষা বাংলার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ক্লাবের যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রায় জানাচ্ছেন যে, এই পুজো ইংরেজির পাশাপাশি বাংলার গুরুত্বও তুলে ধরবে।
পুজোর কার্যক্রমের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে এলাকার কচিকাঁচাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মহিলা ঢাকী ও বহুরূপী শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান নিয়ে আসার পরিকল্পনা চলছে, যা শিল্পকলা ও সংস্কৃতির সংরক্ষণে সাহায্য করবে।
সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যরা আশা করছেন, রজত জয়ন্তী বর্ষের এই দুর্গা পুজো এলাকার সকল মানুষের মধ্যে আনন্দ বিতরণ করবে।