Skip to content
বহরমপুরের খাগড়ার হরি বাবুর ঢালের দুর্গোৎসব: ৬৫ বছরে পদার্পণ,অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতি

বহরমপুরের খাগড়ার হরি বাবুর ঢালের দুর্গোৎসব: ৬৫ বছরে পদার্পণ,অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতি

Reported By Binoy Roy

বহরমপুর, ৬ অক্টোবর '২৪: শহরের অন্যতম প্রধান দুর্গোৎসব, খাগড়ার হরি বাবুর ঢালের পুজো আজ উদ্বোধন হলো। ৬৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে এবারের থিম রাখা হয়েছে 'বাহুবলি'। মন্ডপের নির্মাণ এবং কারুকার্যের প্রতিটি অংশ বাহুবলির সিনেমার অনুকরণে তৈরি করা হয়েছে, যা দর্শকদের কাছে একটি বিশেষ আকর্ষণ হিসেবে পরিগণিত হয়েছে।

প্রসঙ্গত, পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর আগমন উপলক্ষে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়, যা শহরের সামগ্রিক পরিবেশকে আরো উৎসবমুখর করে তোলে।

এবছরের পুজোয় দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে তাঁরা বাহুবলির জাদুকরী পরিবেশে সিক্ত হতে পারেন। এছাড়াও, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা স্থানীয় শিল্পী ও শিশুদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
পুজোর এই মহোৎসবে শহরের সকল মানুষকে স্বাগতম জানাতে প্রস্তুত খাগড়ার হরি বাবুর ঢালের সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

Leave a Reply

error: Content is protected !!