Skip to content
অনুপম হালদারের ‘মা আসছে’ প্রদর্শনী উদ্বোধন করলেন বলিউডের তারকা মন্দাকিনী ও জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম

অনুপম হালদারের ‘মা আসছে’ প্রদর্শনী উদ্বোধন করলেন বলিউডের তারকা মন্দাকিনী ও জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম

News Desk

কোলকাতা (৮ অক্টোবর '২৪): কলকাতার প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী 'মা আসছে' আজ উদ্বোধন হলো। বলিউডের বরিষ্ঠ অভিনেত্রী মন্দাকিনী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর নর্থ, সাউথ এবং নিউ সাউথ গ্যালারিতে এসে প্রদীপ জ্বালিয়ে এই শিল্পকর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রদর্শনীটি ৮ অক্টোবর থেকে শুরু হয়ে আগামীকাল রাত ৮ টায় শেষ হবে, যেখানে ১৫০টিরও বেশি আলোকচিত্র স্থান পেয়েছে। মন্দাকিনী, যিনি বলিউডে একটি আইকনিক ব্যক্তিত্ব, বলেন, “এমন একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

আলোকচিত্রী অনুপম হালদার জানিয়েছেন, "এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো মা ও মাতৃত্বের গুরুত্বকে তুলে ধরা। দর্শকদের মধ্যে একটি আবেগ প্রবাহ তৈরি করা আমাদের লক্ষ্য।" প্রদর্শনীটি সকল দর্শকদের জন্য উন্মুক্ত, এবং প্রবেশ করতে কোনো খরচ লাগবে না। উৎসাহী সকলেই এই শৈল্পিক পরিবেশের স্বাদ নিতে পারবেন। টলিউড অভিনেত্রী পাওলি দাম এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা সকলেই এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে অনুপম হালদারের কাজের প্রশংসা করেন। আলোকচিত্র শিল্পের এই উজ্জ্বল সন্ধ্যায় কলকাতার সাংস্কৃতিক জগতের এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে শিল্প ও সৃষ্টির প্রতি মানুষের আগ্রহের দীপ্তি আবারও ফুটে উঠল।

Leave a Reply

error: Content is protected !!