কোলকাতা (৮ অক্টোবর '২৪): কলকাতার প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী 'মা আসছে' আজ উদ্বোধন হলো। বলিউডের বরিষ্ঠ অভিনেত্রী মন্দাকিনী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর নর্থ, সাউথ এবং নিউ সাউথ গ্যালারিতে এসে প্রদীপ জ্বালিয়ে এই শিল্পকর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রদর্শনীটি ৮ অক্টোবর থেকে শুরু হয়ে আগামীকাল রাত ৮ টায় শেষ হবে, যেখানে ১৫০টিরও বেশি আলোকচিত্র স্থান পেয়েছে। মন্দাকিনী, যিনি বলিউডে একটি আইকনিক ব্যক্তিত্ব, বলেন, “এমন একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”