পারিবারিক অশান্তির বলি হলেন বাণী ঘোষ, আহত অন্তত চারজন

পারিবারিক অশান্তির বলি হলেন বাণী ঘোষ, আহত অন্তত চারজন

ReportedBy Masud Rana

নবগ্রামের পাঁচ গ্রাম ঘোষপাড়ায় ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড। ৩৬ বছর বয়সী বাণী ঘোষকে তার ছেলে শুকদেব ঘোষের হাতে খুন হতে হয়েছে। ঘটনাটি ঘটে সপ্তমীর সন্ধ্যায়, যখন মা ও ছেলের মধ্যে ঋণ পরিশোধ নিয়ে তর্কাতর্কি শুরু হয়।

জানা যায়, শুকদেব ঘোষের পরিবার ব্যাংক থেকে লোন নিয়েছিল এবং সেই লোন পরিশোধের জন্য তার মা বাণী ঘোষ চাপ দেন। এই কথোপকথন নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শুকদেব কোদালের সাহায্যে তার মাকে আঘাত করেন, যা তার মৃত্যুর কারণ হয়।

দ্রুত তাকে পাঁচগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনার পর শুকদেবের বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে নবগ্রাম থানায় নিয়ে যায়। তবে অভিযুক্ত শুকদেব ঘোষ এখনও পলাতক এবং পুলিশ তাকে ধরার জন্য তৎপর রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে এক ভয়ার্ত ছায়া পড়েছে এবং পরিবারের স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন। এ ধরনের ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।


Leave a Reply

error: Content is protected !!