Skip to content
নব যুবক সংঘের কালীপুজোতে স্বাস্থ্য পরীক্ষার বিশেষ আয়োজন

নব যুবক সংঘের কালীপুজোতে স্বাস্থ্য পরীক্ষার বিশেষ আয়োজন

Reportred By:-

নব যুবক সংঘ, যেটি বিগত ছয় দশকেরও বেশি সময় ধরে কালীপুজোর আয়োজন করে আসছে, এবার তাদের সামাজিক উদ্যোগের আওতায় একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে। আগামী রবিবার, ২০শে অক্টোবর, ২০২৪ তারিখে কলকাতার ৫০ বি কেশব চন্দ্র সেন স্ট্রিটে সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মেলা। এই মেডিকেল ক্যাম্পে সাধারণ জনগণের জন্য বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা যেমন সুগার, লিপিড প্রোফাইল, থাইরয়েড প্রোফাইল এবং আরও অনেক ধরনের টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এতে উপস্থিত থাকবেন কলকাতার বিখ্যাত সরকারি ও কর্পোরেট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা, যারা বিভিন্ন বিভাগের উপর নিবিড় পরিষেবা প্রদান করবেন। এছাড়াও, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভর্তুকি হারে গুরুতর রোগীদের ডায়ালাইসিস চিকিৎসা এবং ICCU শয্যা প্রদানের জন্য দুই বা ততোধিক বিখ্যাত হাসপাতালের সাথে চুক্তি হয়েছে। এই সেবাগুলি অনুষ্ঠানের চলাকালীন প্রকাশ করা হবে। এবং ২৯শে অক্টোবর, ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০টায় আচার ও আশীর্বাদের সাথে নব যুবক সংঘের ফাটাকেষ্ট কালীপুজোর শুভ উদ্বোধন হবে। এই উদ্যোগের মাধ্যমে নব যুবক সংঘ নিজেদের সামাজিক দায়িত্ব পালনে এক নতুন মাইলফলক স্থাপন করবে।

Leave a Reply

error: Content is protected !!