শ্রী রামকৃষ্ণ সারদা শিক্ষা নিকেতন

শ্রী রামকৃষ্ণ সারদা শিক্ষা নিকেতন

Reported By:- News Desk

হাওড়ার বাগনানের নজরপুর শ্রী রামকৃষ্ণ সারদা শিক্ষা নিকেতন একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান যা রামকৃষ্ণ মিশন ও সারদা মিশন আশ্রম দ্বারা পরিচালিত হয়। সম্প্রতি এই সংস্থা প্রায় দুশো জন ছোট ছেলে মেয়েদের মধ্যে পড়াশুনার সরঞ্জাম যেমন খাতা , পেন , পেন্সিল, ব্যাগ এবং বড়দিন উপলক্ষে কেক ও মিষ্টি প্রদান করা হল। এছাড়াও একশো জন গরীব মানুষ দের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাজার সারদা আশ্রমের স্বামী ধর্মারূপানন্দজী । সংস্থার সাধারণ সম্পাদক শ্রীকান্ত কোলে জানান তাঁদের এই কর্ম কান্ডের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ ও যুক্ত হয়ে একসাথে এই মহান কাজ সম্পন্ন করে।

Leave a Reply

error: Content is protected !!