Skip to content
বহরমপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত আকাশ দত্ত

বহরমপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত আকাশ দত্ত

Reported BY:- Binoy Roy

বহরমপুরে তৃণমূল কর্মী প্রদীপ দত্তের হত্যাকাণ্ডে এক গুরুত্বপূর্ণ অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। খবর অনুযায়ী, পুলিশ গত ৩১ অক্টোবর উত্তরপ্রদেশ থেকে আকাশ দত্ত (৩০) নামের যুবককে ধরতে সক্ষম হয়। তিনি বহরমপুর থানার গোয়ালজান নিয়াল্লিশপাড়া এলাকার বাসিন্দা। ১৬ অক্টোবর, প্রদীপ দত্ত সকালে প্রাতঃভ্রমণে বের হওয়ার পর নাথপাড়ার মোড় এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরবাইকে করে এসে আক্রমণকারীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় আকাশ দত্তের নাম উঠে আসলে তিনি উত্তরপ্রদেশের এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে যান। পুলিশের একটি বিশেষ দল সেখানকার অবস্থান জানার পর তাকে গ্রেফতার করে। আজ আদালতে হাজির করানোর পর বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপর শনিবার বহরমপুরের মুর্শিদাবাদ সিজেএম আদালতে উপস্থিত হলে বিচারক সাত দিনের হেফাজতেরও নির্দেশ দেন। এখন প্রশ্ন উঠছে, এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোন ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কি না। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং মামলাটি দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Reply

error: Content is protected !!