মানসী রিসার্চ ফাউন্ডেশন, ১০ বছর ধরে বাংলার শিক্ষা ও সংস্কৃতির প্রচার, প্রসার ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। সম্প্রতি, সংস্থার উদ্যোগ 'রূপকথা'র আওতায় ৩০ অক্টোবর ভারত সেবাশ্রম সংঘের শ্রীনাথ হলে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে বাংলার শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্যক্তিদের সম্মান জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানসী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মানস কুমার ঠাকুর, যিনি তার স্বাগত ভাষণে বাংলা ভাষার প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী ভাষণ দেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী দিব্যানন্দ মহারাজ।