Skip to content
রূপকথা শারদ সম্মান অনুষ্ঠানে চাঁদের হাট

রূপকথা শারদ সম্মান অনুষ্ঠানে চাঁদের হাট

Reported BY:- News Desk

মানসী রিসার্চ ফাউন্ডেশন, ১০ বছর ধরে বাংলার শিক্ষা ও সংস্কৃতির প্রচার, প্রসার ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। সম্প্রতি, সংস্থার উদ্যোগ 'রূপকথা'র আওতায় ৩০ অক্টোবর ভারত সেবাশ্রম সংঘের শ্রীনাথ হলে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে বাংলার শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্যক্তিদের সম্মান জানানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানসী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মানস কুমার ঠাকুর, যিনি তার স্বাগত ভাষণে বাংলা ভাষার প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী ভাষণ দেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী দিব্যানন্দ মহারাজ।

অনুষ্ঠানে পরিবেশন করা হয় গোবিরডাঙ্গ আকাঙ্খার 'মহিষাসুরমর্দিনী'। এরপর বাংলা ভাষা ও সংস্কৃতির উপর এক বিশিষ্ট আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনায় অংশগ্রহণ করেন সুখবরের সম্পাদক শমীক স্বপন ঘোষ, শিক্ষাবিদ সৌমিত্র বসু এবং সাংবাদিকতার প্রধান অধ্যাপক সুজাতা মুখোপাধ্যায়। সঞ্চালনা করেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের রেডিও জকি রামপদ পাহাড়ি। বিশেষ আকর্ষণ হিসেবে এখানে 'রূপকথা' শারদ সম্মান প্রদান করা হয়, যেখানে চাঁদের হাটে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিরা। সম্মাননা লাভ করেন তনিমা সেন (অভিনেত্রী), স্বপন বসু (লোকসঙ্গীত শিল্পী), ড. শঙ্কর ঘোষ (শিক্ষাবিদ ও অভিনেতা), দিগ্বিজয় চৌধুরী (চিত্র পরিচালক) ও অন্যান্য।

এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলার সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বৃদ্ধি ও হারানো ঐতিহ্যের পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সমাজসেবী জয়দীপ ভট্টাচার্য সম্মান পাওয়ার পর আরো বেশি করে মানুষের পাশে থাকার শপথ নেন। রূপকথা পত্রিকার নির্বাহী সম্পাদক সৈকত হালদারের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি বাংলার সংস্কৃতি ও কৃষ্টি রক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করেছে।

Leave a Reply

error: Content is protected !!