অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও সর্বভারতীয় মুখপাত্র শতদ্রু রায় বলেন, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে যুক্ত মানুষের কল্যাণে তাঁদের দল কাজ করে যাবে। আগামী দু'মাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির সঙ্গে দেখা করে, রাজ্যের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে যুক্ত মানুষদের সমস্যার কথা তাঁরা জানাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কার্যনির্বাহী সভাপতি পার্থ দে, মহিলা নেত্রী পারমিতা মজুমদার ও রাজ্য সাধারণ সম্পাদক লতিফ মন্ডল।