Skip to content
‘হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেক্যুলার)’ এর মিলন উৎসব ও সদস্য সংগ্রহ অনুষ্ঠান

‘হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেক্যুলার)’ এর মিলন উৎসব ও সদস্য সংগ্রহ অনুষ্ঠান

Reported BY:- News Desk

'হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেক্যুলার)' দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে মিলন উৎসব ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ নভেম্বর মঙ্গলবার, কলকাতার ভারতসভা হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সদস্যরা যোগ দেন। উল্লেখ্য ২০১৫ সালে জনতা দল ইউনাইটেড থেকে বেরিয়ে হিন্দুস্তানী আওয়াম মোর্চার প্রতিষ্ঠা করেন জিতন রাম মাঝি। বর্তমানে তিনি এনডিএ সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের মন্ত্রী। এই দলটি পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে ছ'টি আসনে প্রার্থী দিয়েছিল। এমনকি ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দিয়েছিল এই দল।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও সর্বভারতীয় মুখপাত্র শতদ্রু রায় বলেন, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে যুক্ত মানুষের কল্যাণে তাঁদের দল কাজ করে যাবে। আগামী দু'মাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির সঙ্গে দেখা করে, রাজ্যের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে যুক্ত মানুষদের সমস্যার কথা তাঁরা জানাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কার্যনির্বাহী সভাপতি পার্থ দে, মহিলা নেত্রী পারমিতা মজুমদার ও রাজ্য সাধারণ সম্পাদক লতিফ মন্ডল।

Leave a Reply

error: Content is protected !!