বৃহস্পতিবার সকালে একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লোচনমাটি গ্রাম। স্থানীয় বাসিন্দারা প্রাতভ্রমণে বেরিয়ে এক মহিলার মৃতদেহ দেখতে পান, যেটি রাস্তার ধারে একটি আম বাগানে পড়ে ছিল। মৃত মহিলার নাম শরিফা বিবি। তার বাবার বাড়ি ইমামনগরে।
স্থানীয়রা বলছেন, শরিফাকে খুন করে তার মৃতদেহ আম বাগানে ফেলে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে গাছে একটি ওরনা ঝোলানো ছিল। মৃতের পরিবারের অভিযোগ, শরিফাকে তার স্বামী, ননদ এবং অন্যান্য শ্বশুরবাড়ির সদস্যরা গলা টিপে হত্যা করেছে।
শরিফার স্বামী ও তার মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল, বিশেষ করে স্বামীর অন্য এক মহিলার সঙ্গে ফোন করার কারণে। তাদের মধ্যে বেশ কয়েকবার গ্রামে সালিশি সভা অনুষ্ঠিত হয়েছিল। তবে এর কোনো ফল হয়নি। গত বুধবার, শরিফা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসার পর থেকেই অশান্তি আরও বাড়তে থাকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তারা বর্তমানে খুনের এবং আত্মহত্যার তত্ত্ব নিয়ে কাজ করছে। পরিবারের সদস্যরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সব দিক তদন্তে মরিয়া। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, এ ঘটনায় পুরো গ্রামজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।