Skip to content
ছট পূজায় মেতে উঠেছে ডালখোলা, সংস্কার ও সামাজিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত

ছট পূজায় মেতে উঠেছে ডালখোলা, সংস্কার ও সামাজিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ ডালখোলাঃ

ডালখোলা অঞ্চলে হিন্দিভাষী সমাজের ঐতিহ্যবাহী ছট পূজা পালন চলছে উৎসবের আমেজে। প্রতিবছর কালীপূজার ছয় দিন পর অনুষ্ঠিত এই পূজায় সূর্য দেবতার কাছে মহিলারা নির্জলা উপবাস রেখে সন্তানের এবং পরিবারের মঙ্গল কামনা করেন। ডালখোলা রেল গেট সংলগ্ন বিভিন্ন ঘাটে শুরু হয়েছে পূজার আয়োজন, যেখানে ফুল-ফল, আটার ঠেকুয়া ও অন্যান্য পূজার সামগ্রী নিয়ে ঘাটে হাজির হচ্ছেন ভক্তরা। উৎসবের এই সময়ে ডালখোলার সোনু খিলোনা ঘরের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। পূজার উপলক্ষে বিনামূল্যে কিছু সামগ্রী বিতরণ ও হেলমেট বিক্রিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন। বিশিষ্ট সমাজসেবী সোনু চৌধুরী নিজ উদ্যোগে পূজার সময়ে একটি রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করেন, যা স্থানীয়দের কাছে অত্যন্ত প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। ছট পূজার উৎসব যেমন পারিবারিক ও সামাজিক বন্ধনের প্রতীক, তেমনি ডালখোলার এই উদ্যোগগুলি সমাজের প্রতি এক সহমর্মিতার বার্তা প্রদান করছে। এভাবে প্রতি বছর এই উৎসবের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক একতা আরও মজবুত হয়ে উঠছে।

Leave a Reply

error: Content is protected !!