Skip to content
পিচ রাস্তার মাঝে মরণ ফাঁদ: কালভার্ট ভেঙে এক জনের মৃত্যু

পিচ রাস্তার মাঝে মরণ ফাঁদ: কালভার্ট ভেঙে এক জনের মৃত্যু

Reported By:-  Masud Rana

মুর্শিদাবাদের ডোমকল থানার শিব নগর এলাকায় অবস্থিত একটি পুরনো কালভার্টের কারণে আবারও ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই কালভার্টটি দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি, এক ব্যক্তি কালভার্টের ভাঙা অংশে পা পিছলে পড়ে গিয়ে প্রাণ হারান। স্থানীয়রা জানান, তাঁরা যখন ছোট ছিলেন, তখন এই কালভার্টটি নির্মিত হয়েছিল। সেই থেকেই এর অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। যদিও পিচ রাস্তা নির্মাণ করা হয়েছে, তবে কালভার্টটির সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। গত দুই বছরে এক কৃষক রাতের অন্ধকারে ফেরার পথে এই ভাঙা কালভার্টের কারণে প্রাণ হারান, এরপরেও প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। এলাকার বাসিন্দা রেন্টু মন্ডল বলেন, "ভোট আসে, ভোট যায়, নেতাদের দেখা মিললেও কাজে দেখা মেলে না।" তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই অবস্থা চলতে থাকলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। টোটো চালক মনিরুল মন্ডল বলেন, "দীর্ঘকাল ধরে এই কালভার্টের মেরামতের কথা শুনলেও আজ পর্যন্ত কিছু হয়নি। আমাদের প্রশাসনের কাছে আবেদন, দ্রুত এই ভাঙা কালভার্ট মেরামত বা নতুন করে নির্মাণ করতে যেন উদ্যোগ নেওয়া হয়।" স্থানীয়দের এই আহ্বান প্রশাসনের কাছে পৌছানোর জন্য তারা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে নিজেদের সমস্যাগুলো তুলে ধরছেন। রাজনীতিবিদদের কাছে তাদের আবেদন, দায়সারা প্রতিশ্রুতির পরিবর্তে বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন।

Leave a Reply

error: Content is protected !!