Skip to content
জলঙ্গিতে সোনা পাচারকালে বিএসএফের হাতে গ্রেফতার এক ব্যক্তি

জলঙ্গিতে সোনা পাচারকালে বিএসএফের হাতে গ্রেফতার এক ব্যক্তি

Reported By:- Masud Rana

মুর্শিদাবাদের জলঙ্গির চরভদরা তিন নম্বর বিওপি পয়েন্টে বিএসএফের ১৪৬ নম্বর ব্যাটেলিয়ান কর্তৃক পরিচালিত একটি টহলদারির সময় গোপন সূত্রে খবর আসে যে, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে। এসময়, বিএসএফ সদস্যরা এক ব্যক্তিকে ট্রাক্টর নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। সন্দেহ হওয়ায় বিএসএফ সদস্যরা ওই ট্রাক্টর চালককে আটক করে এবং সেখানে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় তাঁরা দুটি সোনার বিস্কুট উদ্ধার করে। ধৃত ব্যক্তির নাম কামুনুল হোসাইন, যিনি জলঙ্গি ব্লক এলাকার বাসিন্দা। সরকারি সূত্রে জানায়, কামুনুল অভিযোগ করেছেন যে তিনি বাংলাদেশ থেকে সোনা ভারতে আনার চেষ্টা করেছিলেন, তবে গোপন খবর পাওয়ার পর বিএসএফ সদস্যরা দ্রুত কার্যক্রম গ্রহণ করেন। হাজিরা দেয়ার সময় তিনি সোনাগুলো চার ভাগে ভাগ করে জমিতে ফেলে দেয়ার চেষ্টা করেন, কিন্তু বিএসএফের তৎপরতায় সোনা উদ্ধার হয়। আটক কামুনুল হোসাইনকে বিএসএফ কর্তৃক কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিএসএফের এই অভিযান অবৈধ সোনার পাচার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!