Skip to content
শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রদর্শনী

শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রদর্শনী

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকের দোমোহনা আল হাবিব এক্যাডেমিতে ১৪তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয় রবিবার। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানের, যেখানে ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনায় অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি, বাংলা-ইংরেজি বক্তব্য, শিক্ষামূলক নাটক, এবং আরও অনেক কর্মসূচি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল। বিশেষভাবে, একাডেমির শিক্ষার্থীরা আদালত ও পার্লামেন্টের কাজকর্মের প্রদর্শনী করে নাটকের মাধ্যমে যা সবার মন কেড়ে নেয়। গত বছরগুলিতে এই প্রতিষ্ঠান থেকে বহু ছাত্র-ছাত্রী নবোদয় ও আল আমীন মিশনে ভর্তির সুযোগ পেয়েছে, যা একাডেমির শিক্ষার মানকে আরও সুদৃঢ় করেছে। একাডেমির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান এবং সহকারী শিক্ষক মোহাম্মদ সামাউন জানিয়েছেন, তারা ছাত্রছাত্রীদের এমন কার্যক্রমে অংশগ্রহণে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তাদের মতে, শুধুমাত্র লেখাপড়াই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়েও শিশুদের বিকাশ ঘটানো সম্ভব, যা এই আয়োজনে প্রমাণিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নম্বর জেলা পরিষদ সদস্য আবদুর রহিম, ১৪ নম্বর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি হরে কৃষ্ণা, করণদিঘী পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ সাতিমসহ একাধিক গণ্যমান্য ব্যক্তি। অতিথিরা একাডেমির এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরো কর্মসূচি করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

error: Content is protected !!