বুধবার সকাল ৭:০০ টায় তৃণমূলের প্রার্থী জয় প্রকাশ টোপ্প তাঁর পরিবার নিয়ে ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলে ভোট প্রদান করেন। ভোট প্রদানের পর তিনি জানান, দিনভর তিনি প্রতিটি বুথে ঘুরবেন এবং ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এসময় তিনি ১০০ শতাংশ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তবে, ভোটের শুরুতেই কিছু সমস্যা দেখা দেয়। ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলের বুথ কেন্দ্র খোলার সময় প্রধান গেটের চাবি হারিয়ে যাওয়ার কারণে তালা ভাঙতে দেখা যায়। এ বিষয়ে জয় প্রকাশ টোপ্প সাংবাদিকদের জানান, তিনি গোটা পরিস্থিতিটি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ভোটগ্রহণের এই পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস ও উদ্বেগ দুইই ছিল। স্থানীয়দের মতে, জয় প্রকাশের প্রতিশ্রুতির ফলে ভোটদানে উৎসাহ বৃদ্ধি পাবে এবং সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তারা।