Skip to content
ফল, মিষ্টি ও খবর বিতরণের মাধ্যমে দুঃস্থদের সাহায্য করলেন স্থানীয় শিক্ষিত নাগরিকগণ

ফল, মিষ্টি ও খবর বিতরণের মাধ্যমে দুঃস্থদের সাহায্য করলেন স্থানীয় শিক্ষিত নাগরিকগণ

Reported By News Desk

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি অন্তর্গত কয়েকজন শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের নাগরিক সম্প্রতি মহরমের পবিত্র দিনে দুঃস্থ মানুষের মাঝে খাদ্য, ফল ও মিষ্টি বিতরণ করেছেন। এই উদ্যোগের নেতৃত্ব দেন কাঁটাগডিয়া গ্রামের শিক্ষা-প্রেমী আবুল কালাম এবং তাঁর সহধর্মিনী মজিবা বিবি, যাঁদের সুযোগ্য পুত্র মেহেবুব হাসানও এই কার্যক্রমে সহযোগিতা করেন।

প্রতি বছর মহরম, ঈদ এবং কার্তিক পুজার মতো বিশেষ দিনে এই ধরনের ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তাঁরা দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবারের উদ্যোগটি প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের সাথে যুক্ত হয়ে সামাজিক সচেতনতার এক নতুন নজির স্থাপন করেছে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন এবং এটির মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য আবুল কালাম এবং তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এমন কার্যক্রম ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা করছেন তাঁরা।

স্থানীয় সমাজের উন্নয়নে এবং দুঃস্থদের সহায়তা করার এই প্রয়াস সকলের কাছে এক নতুন উদাহরণ হয়ে থাকবে, যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

Leave a Reply

error: Content is protected !!