Skip to content
মুর্শিদাবাদের মাহাতাব চৌধুরী পেলেন আন্তর্জাতিক পুরস্কার

মুর্শিদাবাদের মাহাতাব চৌধুরী পেলেন আন্তর্জাতিক পুরস্কার

Reported By:- Mahatab Chowdhury

২০২৪ সালের ২৩শে নভেম্বর, হাওড়ার ঐতিহাসিক শরৎ সদনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মহাতাব চৌধুরী তাঁর পরিচালিত নির্বাক শর্ট ফিল্ম "রেখা, দ্য পাম লাইন" এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের সম্মান লাভ করেছেন। ভারতের সবথেকে পিছিয়ে পড়া দশটি জেলার মধ্যে ছয় নম্বরে থাকা জেলা মুর্শিদাবাদের সিনেমা প্রেমীদের কাছে মাহাতাব চৌধুরীর এই জয় খুশির ভীষন খবর।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জাস্টিস কল্যাণজ্যোতি সেনগুপ্ত, সুপ্রিম কোর্টের আইনজীবী দীপক মুখার্জি, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক প্রযোজক অঞ্জন বোস এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পরিচালক অভিজিৎ ব্যানার্জি সহ অন্যান্য গুণীজন। এই বছর ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ছবির সংখ্যা ছিল প্রায় আড়াইশো, যার মধ্যে শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ছবি এবং ডকুমেন্টারি অন্তর্ভুক্ত ছিল। সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী ও বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ছবিগুলো ২০ এবং ২১ শে নভেম্বর শরৎ সদনে প্রদর্শিত হয়। মাহাতাব চৌধুরীর এই জয় শুধু তাঁর জন্য নয়, বরং মুর্শিদাবাদ জেলার সিনেমা শিল্পের জন্যও একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাঁর কাজ এবং সাফল্য তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!