Reported By মোহাম্মদ জাকারিয়াঃ ডালখোলাঃ
রবিবার, ২০২৩ সালের ১৯ নভেম্বর, উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকের বাজারগাঁও ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত যাদবপুর আদর্শ শিশু বিকাশ একাডেমিতে উদযাপিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠান ছিল প্রতিভার প্রদর্শনীর এক অমূল্য সুযোগ।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং এরপর কবিতা আবৃত্তি, বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, নাচ-গান, ও শিক্ষামূলক নাটকসহ বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটান। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজারগাঁও পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ। এছাড়াও বিশিষ্ট শিক্ষক মোজাম্মেল হক, পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ চারু এবং সমাজসেবী মোজাম্মেল হক, আতাউর রহমানসহ অন্যান্য গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিশুর মেধার প্রকাশের জন্য এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
একাডেমির ডাইরেক্টর আনিসুর রহমান ও প্রধান শিক্ষক আলতাব হোসেন জানান, “বাচ্চারা সারা বছর যে শিক্ষা অর্জন করে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে তা তুলে ধরার সুযোগ পায়। পড়াশোনার পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র শিক্ষার্থীদের মেধাকে বিকাশিত করে না বরং তাদের আত্মবিশ্বাস এবং সামাজিক দক্ষতাও বৃদ্ধি করে।