Skip to content
উচ্চমাধ্যমিকে রাজ্যের প্রথম ছাত্রী ও রাজ্যের অষ্টম ছাত্রকে সম্বর্ধনা জেলা প্রশাসনের

উচ্চমাধ্যমিকে রাজ্যের প্রথম ছাত্রী ও রাজ্যের অষ্টম ছাত্রকে সম্বর্ধনা জেলা প্রশাসনের

 

শুক্রবার বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে উচ্চমাধ্যমিকে রাজ্যের প্রথম ছাত্রী রুমানা সুলতানা ও রাজ্যের অষ্টম ছাত্র প্রীতম চক্রবর্তীকে সম্বর্ধনা জ্ঞাপন করেন জেলা শাসক শারদ কুমার দ্বিবেদী ও জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার। উল্লেখ্য গতকাল উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষনার পরে জানা যায় রাজ্যের প্রথম রুমানা সুলতানা পেয়েছে ৪৯৯ নং, কান্দী রাজা মনীন্দ্র চন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্র এবং মুর্শিদাবাদ জেলার আর এক ছাত্র অষ্টম স্থান অধিকারী যার নাম প্রীতম চক্রবর্তী যার প্রাপ্ত নম্বর ৪৯২, সে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দুই কৃতি ছাত্র ছাত্রীকে পেয়ে আপ্লুত জেলা প্রশাসন।

Leave a Reply

error: Content is protected !!