সম্প্রতি কলকাতার উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে "ডিজিটাল মিডিয়ার দাপটে সংবাদপত্রের বর্তমান ও ভবিষ্যৎ এবং বিনোদন সাংবাদিকতা" বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন "সুখবর" পত্রিকার সম্পাদক শমীক স্বপন ঘোষ।
আলোচনা সভার শুরুতেই কলেজের অধ্যক্ষ ড. অজন্তা পাল স্বাগত বক্তব্য দেন। শমীক স্বপন ঘোষ বলেন, “প্রথম যখন টেলিভিশন আসে, তখনও সংবাদপত্রের ভবিষ্যৎ নিয়ে একই প্রশ্ন উঠেছিল। আবার এখন ডিজিটাল মিডিয়ার আবির্ভাবের পর এই চিন্তা মাথাচারা দিয়েছে। তবে আমি মনে করি, ডিজিটাল মিডিয়া কখনোই সংবাদপত্রের বিকল্প হতে পারে না।”
তিনি আরো যোগ করেন, “ডিজিটাল মিডিয়ার খবরের বিশ্বাসযোগ্যতা এখনও প্রতিষ্ঠিত হয়নি এবং প্রায়ই ফেক নিউজের অভিযোগ ওঠে। আদালত কিংবা সরকারি কাজে ডিজিটাল মিডিয়ার খবরকে ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হয় না।”
সাংবাদিক সৈকত হালদার বিনোদন সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জানান, “বিনোদন সাংবাদিকতায় ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং সামাজিক মিডিয়ার ভূমিকা অনেকটা বেড়ে গেছে।”
এ দিন কলেজের ছাত্রীরা বিভিন্ন প্রশ্ন করে নিজেদের কৌতূহল মেটান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক সুমন পাত্র।
এই আলোচনা সভা সাংবাদিকতার নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের গুণগতভাবে সাংবাদিকতার বিভিন্ন দিক বুঝতে সাহায্য করবে।