কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের মহিলা বুথ সভাপতি নীলিমা দাসের বিরুদ্ধে কাটমানির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি চেনু বিবির বাড়িতে গিয়ে ২০ হাজার টাকার দাবি করেন। নীলিমা জানান, টাকা না দিলে আগামী দিনের আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাবে। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য দাবি করছে যে নীলিমা দাস বুথ সভাপতি নন। তবে নীলিমার দাবি, তিনি নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই ধরনের টাকার দাবি করা তার একটি ভুল ছিল।
অপর দিকে, সিপিআইএম নেতা জুলফিকার আলী মন্তব্য করেন, "তৃণমূলের সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত। যদি দুর্নীতি না থাকতো, তাহলে দলটি টিকে থাকতো না।" কংগ্রেসের জঙ্গীপুর মহুকুমা সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাসও একমত পোষণ করে বলেন, "তৃণমূলের নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত সবাই দুর্নীতিতে লিপ্ত।"
এই ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং জনগণের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। কিভাবে এই বিতর্ক বিমোচন হবে, সেটাই এখন দেখার বিষয়।