Skip to content
জলঙ্গীতে তৃণমূলের অস্থিরতা: বিরোধীদের সমালোচনার তোপ

জলঙ্গীতে তৃণমূলের অস্থিরতা: বিরোধীদের সমালোচনার তোপ

Reported By :- Masud Rana

রবিবার বিকেলে মুর্শিদাবাদের জলঙ্গির কৃষক বাজারে অনুষ্ঠিত যুব তৃণমূল কংগ্রেসের একটি সভায় বিধায়ক আব্দুর রাজ্জাক ব্লক সভাপতি মাসুম আলী আহমেদের বিরুদ্ধে অপ্রত্যক্ষভাবে কটাক্ষ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, “কোন গ্রুপ বাজি চলবে না, কেউ যদি আমার উপরে উঠে যাবে তার পথ বেশিদিন থাকবে না।” এ বক্তব্যে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে।

বিধায়কের এই মন্তব্যের পর রাজনৈতিক বিরোধীরা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মন্তব্য করতে শুরু করেন। সিপিআইএম নেতা ইমরান হোসেন দাবি করেন, “শাসকদলের এটি নতুন কিছু নয়, বিভিন্ন জায়গাতেই এমন ঘটনা ঘটে থাকে।”

এদিকে, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউসুফ আলী বিশ্বাস বিধায়কের বিরুদ্ধে সাফ জানিয়ে দেন যে, “এই বিধায়ক কারো সঙ্গে চলতে পারেনা।” তিনি মাসুম আলী আহমেদকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে চিহ্নিত করেন এবং বিধায়কের গোষ্ঠী কোন্দলে অভিযুক্ত করেন।

বিজেপি জেলা প্রেসিডেন্ট সৌমেন মন্ডল মন্তব্য করেন, “জলঙ্গিতে তৃণমূল কংগ্রেস আগামী দিনে থাকবে না, এর প্রমাণ এই বিধায়ক।”

তবে ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ বিধায়কের মন্তব্য অস্বীকার করে বলেন, “আমি এরকম কিছু করতে পারি না।”

এ পরিস্থিতি জলঙ্গির রাজনৈতিক দৃশ্যপটে নতুন পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে, যেখানে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আগামীদিনের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।

 

Leave a Reply

error: Content is protected !!